মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মুক্তির সোপান’ পাঠচক্র কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট :

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৩২তম ব্যাচের উদ্যোগে ‘ওরে, আয় ছুটে আজ আয়, ডানা মেলে যাই হারিয়ে বইয়েরই মেলায়’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে ‘মুক্তির সোপান’ পাঠচক্র কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিুবর রহমান লাইব্রেরি হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

‘মুক্তির সোপান’ পাঠচক্র মূলত শিক্ষার্থীদের দ্বারা বিভিন্নভাবে বই সংগ্রহ, সংরক্ষণ ও পাঠের উদ্দেশ্যে বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রম।

আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাদিয়া রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহমুদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঠচক্র কার্যক্রমের তত্ত¡াবধায়ক সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম, এলএল.এম. (সান্ধ্য পোগ্রাম) এর সমন্বয়ক শেখ আশরাফুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রমা ইসলাম, ৩২তম ব্যাচের শিক্ষার্থী তারাজুল ইসলাম খান প্রমুখ।