বিশ্ব পরিবেশ দিবসে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বক্তৃতা প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের উদ্যোগে ‘দিবসভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা’ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আইন ও বিচার বিভাগের সিনিয়র প্রভাষক কানিজ কান্তা।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক মিতু আক্তার। প্রতিযোগিতায় আবু সায়েফ খান, সাদিয়া রিফাত, তারাজুল ইসলাম খান, তনুশ্রী রায় এবং নুসরাত জাহান যথাক্রমে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও সার্টিফিকেট তুলে দেন।