নগরীতে হকার্স কল্যাণ সমিতির বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট :

সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. রকিব আলী সহ অন্যান্য নেতাদের উপর সিসিক কর্মকর্তা কর্মচারীদের হামলার প্রতিবাদে সোমবার নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতি।

মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর হকার্স লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সভাপতিত্বে ও হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খোকন ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আব্দুর রহিম, হকার্স লীগের সহ সভাপতি মতিন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক রোমন আহমদ, হকার্স দলের সভাপতি আব্দুর রহিম, লোকমান আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সোমবার নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান করে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ফুটপাতে বসা ভাসমান হকারদের বেশ কিছু কাপড় সহ মালামাল নিয়ে যায়। তখন তাদের সদস্য নাহিদ সহ ৪/৫ জন আহত হয়। পরে হকার্স নেতৃবৃন্দ মালামাল ফেরত চাওয়ার জন্য মহানগর হকার্স কল্যাণ সমিতির সভাপতি রকিব আলী সহ ১০/১৫ জন হকার সিটি কর্পোরেশনে যান। নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীকে না পেয়ে তারা কর্মচারী তামিম আহমদের সাথে আলাপ করেন। তামিম আহমদ তাদের মেয়রের জন্য অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর সিটি মেয়র আসলে হকারদের মালামাল ফেরতের ব্যাপারে মেয়রের সাথে বলেন হকার নেতৃবৃন্দ। তখন মেয়রের উপস্থিতিতে কর্মকর্তা-কর্মচারী হকারদের উপর হামলা চালায়। এতে রকিব আলী আহত। সভায় হকারদের মালামাল লুট ও হকার্স কল্যাণ সমিতির সভাপতি মো. রকিবের উপর হামলাকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।