ছোট মণি নিবাসের শিশুদের মধ্যে ঈদ বস্ত্র ও জুতা বিতরণ

ডেস্ক রিপোর্ট :

সিলেট নগরীর বাগবাড়ীস্থ ছোট মণি নিবাসের শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন তরুণ পাঁচ সমাজকর্মী। শুক্রবার দুপুরে ছোট মণি নিবাসের শিশুদের মধ্যে ঈদ বস্ত্র ও জুতা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাসুম, হাসান আহমদ, জাহেদ আহমদ, কামরান আহমদ, আকবর আহমদ, সুলতান, মিজান আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আহমদ, নাসির, রনি, রাজিব পাল, আহাদ, মুজাহিদ, প্রদীপ, হাজী রায়েল আহমদ, মোঃ মামুন আহমদ, যিশু বর্ধন, ইয়াছিন আরাফাত, খসরু আহমদ, আশিক আহমদ, শিপলু আহমদ ও মোজাহিদ আহমদ।

শিশুদের মধ্যে ঈদ বস্ত্র ও জুতা বিতরণ কালে সিলেটের এই তরুণ পাঁচ সমাজকর্মী বলেন, ঈদের খুশিকে ভাগাভাগি ও আরো আনন্দময় করতে আমাদের এই উদ্যোগে। শিশুদেরকে আনন্দ থেকে বঞ্চিত রেখে ঈদের আনন্দ পরিপূর্ণ হতে পারে না। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য গত ১ জুন শুক্রবার তরুণ এই পাঁচ সমাজকর্মী ছোট মণি নিবাসের শিশুদের সাথে ইফতার করেন।