সিলেট ওসমানী বিমানবন্দরে ৬০ স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম ইকবাল হোসেন। শুক্রবার সকালে ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ওমান থেকে সিলেট হয়ে ঢাকা যাওয়া ফ্লাইটের ভেতরে ৩৭/জে সিটের নিচে স্বর্ণগুলো রাখতে দেখে বিমানের ক্রু’রা। পরে তারা বিষয়টি অবহিত করলে শুল্ক গোয়েন্দা সদস্যরা ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো জব্দ করে।