৮ জুনের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

অনলাইন ডেস্ক :

৮ জুনের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ বুধবার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

তিনি আরো জানান, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল, ঢাকা, ফেনী, কুমিল্লা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাসস