দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৮নং ওয়ার্ড মেম্বার ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়ার সাথে ইউপি সদস্যদের সাথে গতকাল ৪ জুন সোমবার বিকেলে পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ তাজ উদ্দিনের পরিচালনায় মতাবনিময় সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আকবর আলী, ৭নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য ফারুক আহমদ, উদ্যোক্তা এমরান আহমদ, গ্রাম আদালত সহকারী ফয়েজ আহমদ, সমাজসেবী এম.এ হক, জাহেদুল ইসলাম, দফাদার জাহেদুল ইসলাম দিলু, গ্রাম পুলিশ বাবুল আহমদ প্রমুখ।