এতিমদের নিয়ে রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রæপের ইফতার

ডেস্ক রিপোর্ট :

সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রæপ-এর উদ্যোগে এতিমদের নিয়ে সোমবার নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্স্ট্রিজ-এর সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সিলেট চেম্বার-এর পরিচালক জিয়াউল হক, মুনায়েম খান বাবুল, সুনামগঞ্জ রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রæপ-এর সভাপতি জামাল মিয়া তালুকদার।

রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রæপ-এর সভাপতি প্রফেসর মজনু মিয়ার সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, এতিম অনাথদের দায়িত্ব নেওয়া এবং তাদের প্রতি উদারতা দেখানো শুধু মানবিক কাজই নয়, এটি ইবাদতও বটে। এতিম ও অনাথ শিশুদের প্রতি যতœ নেওয়া ও তাদের অধিকার রক্ষার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রæপ-এর সহ-সভাপতি আবুল মকসিন নাছির, মো: আব্বাস উদ্দিন, সামস উদ্দিন আহমদ, সাহিন আহমদ চৌধুরী (সাজু), সাধারন সম্পাদক রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, মো: আফজল আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, অর্থ সম্পাদক আবু সুফিয়ান হীরা, প্রচার সাম্পাদক বদরুদ্দিন, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক হফিজ কামরুল ইসলাম, এছাড়া ও সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিনের মার্চেন্ট গ্রæপের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।