ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার উসমানপুর ইউনিয়নের বড়ভাগা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নদীতে গোসল করতে যায় আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে তুহিদা বেগম (৭) ও একই গ্রামের জালাল মিয়ার মেয়ে মারুফা বেগম (৬)। এসময় নদীর পানির স্রোতে তুহিদা ও মারুফা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তুহিদার লাশ নদী থেকে উদ্ধার করেন। এবং এখন মারুফা নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটা দিকে এ রির্পোট লেখা পর্যন্ত মারুফার সন্ধান পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো: সহিদ উল্যা বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।