নগরীতে হকার-সিটি করপোরেশন কর্মচারীদের সংঘর্ষ

??????????

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজারে সুরমা পয়েন্টে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।

তিনি জানান, বন্দরবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল হকাররা।

বিকালে সিটি করপোরেশনের কর্মচারীরা ফুটপাত দখল না করতে হকারদের আহবান জানান। পরে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকারদের একটি দল নগর ভবনে যায়। সেখানে হকারদের সাথে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়।

হকার্স লীগ নেতা আব্দুর রকিব অভিযোগ করেছেন, সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছে।

এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া দিয়ে হকারদের সুরমা পয়েন্টে নিয়ে আসে। এখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিসিকের কর্মচারীরা ফুটপাতে না বসতে হকারদের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে তাদের প্রতিহত করে।

মেয়র বলেন, ‘হকাররা নগরবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে মানুষ ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছে না। এ অবস্থা তো চলতে পারে না। নগরবাসীর স্বার্থে আমরা যা করার তা করব।’