সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ২ জুন শনিবার বিকেলে ধোপাদিঘিরপারস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, জেলা সভাপতি এডভোকেট বন্ধু গোপাল দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মহিলা কমিটির সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট খোকন কুমার দত্ত, এডভোকেট শহিদুল হক, এডভোকেট মমিনুর রহমান টিটু, এডভোকেট এন.আই মাসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, কবি মোস্তাফিজুর রহমান, এডভোকেট কুতুব উদ্দিন, নারীনেত্রী মাহমুদা নাজিম রুবি, এডভোকেট আনোয়ার হোসেন, মিন্টু কুমার বৈদ্য, পবিত্র কুমার বৈদ্য, সাবিনা ইয়াসমিন, মাহিন চৌধুরী, সিরাজুল ইসলাম ছুরুকী, এডভোকেট শামীম আহমদ, সাইফুল ইসলাম চৌধুরী, জালাল উদ্দিন শাহাবুল, কুমার গণেশ পাল, হরিপদ চন্দ্র, এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ, তফজ্জুল হোসেন, আইয়ুব আলী প্রমুখ।