রাজা ম্যানশনে ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

নগরীর রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল ৩ জুন রোববার বিকেলে জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মাসুদ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিমের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম সম্পাদক মাওলানা আব্দুল খালিক।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সমিতির উপদেষ্টা আবুল কাশেম আহমদ, সাবেক আহŸায়ক তৈয়বুর রহমান নানু, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম.এ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান, গুলজার আহমদ, লুৎফুর রহমান, সমিতির সিনিয়র সহ সভাপতি জি.ডি রুমু, লিটন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ আবুল হাসান, সদস্য আব্দুল কাহির, বাবুল আহমদ, আল-আমিন, সুমন আহমদ, সেলিম উদ্দিন প্রমুখ। এছাড়াও সমিতির সদস্যবৃন্দ ও ব্যবসায়ীগণ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।