সিলেটে ডেইরী ফার্মাস এসোসিয়েশনের ইফতার মাহফির সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন সিলেট জেলা শাখা উদ্যোগে ৩ জুন রোববার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত ভাপতি মাআয রেজা চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ রিজভী রেজার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মাহবুব এলাহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ বাসনা আক্তার, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইরী ফার্মার এসোসিয়েশন সহ সভাপতি ফকরুদ্দিন রাজি, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজরুল বাছিত, সদস্য মোঃ এমদাদ গাজী, মোহাম্মাদ আলী, আলী আমজাদ, গাজী মিলটন, মোঃ সোহেল রানা, এস এম সেফুল, শাহ মোঃ মোদুদ প্রমুখ।