অভিযান নিয়ে প্রশ্ন নয়, আগেই বললেন কাদের

অনলাইন ডেস্ক :

বিআরটিসির পরিবহন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ওবায়দুল কাদের। সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগেই জানালেন, মাদকবিরোধী চলমান অভিযান নিয়ে কথা বলবেন না তিনি। এ বিষয়ে যেন কেউ প্রশ্ন না করে।

গত কয়েকদিন ধরে নানা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সড়ক মন্ত্রীর কাছে বেশিরভাগ প্রশ্ন রাখেন চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে। তবে সোমবার পরিবহণ ভবনে এক মতবিনিময় সভাশেষে কাদের আগেই জানিয়ে দেন, তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘মাদকবিরোধী অভিযান ও রাজনৈতিক বিষয় নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না। এটা রাজনৈতিক প্রোগ্রাম না।’

‘এখানে যারা আছেন তারা কেউ রাজনৈতিক কেউ না। এখানে সেনাবাহিনীর লোক আছে, বিআরটিসির কর্মকর্তারা আছেন।’

গত ৪ মে সারাদেশে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। তবে গত পাঁচ দিন ধরে কথিত বন্দুকযুদ্ধ এবং নিহতের সংখ্যা কমে এসেছে।

গত ১৯ মে থেকে ১১ দিন প্রতি রাতে নয় থেকে ১৬ জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন কথিত বন্দুকযুদ্ধে। আর এই সময়ে মন্ত্রীদের কাছে এই সময়ে সাংবাদিকরা বেশিরভাগ প্রশ্ন রেখেছেন অভিযান নিয়েই।

বিশেষ করে গত ২৬ মে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর পর এই বিষয়টি বারবার এসেছে সাংবাদিকদের প্রশ্নে।

২ জুন রাজধানীতে নারীদের জন্য বাস সেবা ‘দোলনচাঁপা’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নে একরামুল নিহতের বিষয়ে কাদের বলেন, ‘দুই একটা ভুল হতেই পারে।’

পরদিন যুবলীগের ইফতার শেষে আরেক প্রশ্নে কাদের বলেন, ‘বদি (টেকনাফে আওয়ামী লীগের সংসদ সদস্য) যে ইয়াবার গডফাদার, তার প্রমাণ কী?’।

পরিবহন নিয়ে মতবিনিময় শেষে রাজনৈতিক বিষয়ে ওবায়দুল কাদের একটি মাত্র কথাই বলেন।

‘আদালত আওয়ামীলীগ-বিএনপির কথায় চলবে না। রায় তাদের পক্ষে গেলে আদালতের রায়, বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপ।’

বিএনপি বিচার ব্যবস্থায় নীতি নৈতিকতার বিষয়ে তারা ধার ধারে না বলেও মন্তব্য করেন সড়কমন্ত্রী।