বিদ্যুতের দাবীতে জৈন্তাপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। রমজান মাসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এ আন্দোলনে নামেন জৈন্তাপুরের সহস্রাধিক জনগণ।

জানা যায়- রমজান মাসেও জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের সেবার অবস্থা বেহাল। এর প্রতিবাদে শনিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট পয়েন্টে রাস্তা অবরোধে নামেন স্থানীয় জনতা।

এতে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর নেতৃত্বে প্রায় ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ এসময় রাস্তায় নেমে আসেন।