সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ১ জুন শুক্রবার বিকেলে সিলেট নগরীর আম্বরখানাস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের সভাপতি মহিতুশ দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্রের পরিচালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ পরিবেশ বিষযক সম্পাদক হেলাল উদ্দিন, বারি ম্যানশনের বিশিষ্ট ব্যবসায়ী হাজী লৈকত আলী।

উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল লোকমান, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম নাহিদ, প্রচার সম্পাদক তপন চন্দ্র তপু, সহ প্রচার সম্পাদক আশিষ সরকার, কোষাধ্যক্ষ দীপক নাথ, আবু রায়হান, সদর উত্তর ছাত্রলীগ নেতা আবু হোসাইন সালমান, এমসি কলেজের মেধাবী ছাত্র নূর আহমদ, আবু রায়হান। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ কুতুব উদ্দিন।