মধ্যনগর থানা উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার মধ্যনগরবাসীর সংগঠন মধ্যনগর থানা উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকেলে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ প্রভাতী পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার। সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানা আওয়ামীলীগের নেতা মোস্তফা কামাল খোকন, গাছতলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ আলম খান, পরিষদের সহ সভাপতি আরাধন তালুকদার, যুগ্ম সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, হুমায়ুন কবীর, তাপস তালুকদার, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার রাহুল সরকার, কোষাধ্যক্ষ বাবুল সরকার, সহ সাংগঠনিক সম্পাদক পিন্টু সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওয়ালী উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ব্যাংকার মোঃ আলমগীর, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মিছবাহ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ জিয়ারুল হক, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বাবু, সাবেক সহ সভাপতি বিদ্যুৎ কুমার বিশ^াস বাবলু, বর্তমান সভাপতি কাঞ্চন রায়, বংশীকুন্ডা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণধন সরকার বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ রায় প্রমুখ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে অবিলম্বে মধ্যনগর উপজেলা বাস্তবায়নের জোর দাবী জানান।
ইফতার মাহফিলে সিলেটে অবস্থানরত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও পরিষদের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।