রেঙ্গা হাজীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজীগঞ্জ বাজার কিংডম পার্টি সেন্টারে মাহে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ও আল হামিদ ফাউন্ডেশনের ইউ.কে এর যৌথ উদ্যোগে (২ জুন) শনিবার অনুষ্ঠিত হয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর আলহাজ্ব মো. কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে বাংলাদেশ উপকমিটির সদস্য আব্দুল মোমিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ (পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইন।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম, সাবেক মেম্বার বাবুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া, আজির উদ্দিন, রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে বাংলাদেশ উপকমিটির সদস্য মতিউর রহমান মতি, ইকবাল একাডেমির প্রিন্সিপাল শামীম আহমদ, আল হামিদ ফাউন্ডেশন ইউকে এর বাংলাদেশে উপকমিটির সেক্রেটারী রায়হান আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।