ডিজিটাল প্রিন্টিং ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সিলেট ডিজিটাল প্রিন্টিং ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার নগরীর একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সকল ব্যবসায়ীদের জন্য দোয়া করা হয়।

আলোচনা সভায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ও বিশ্বকাপ এর সময়ে যাতে সবাই সুষ্ঠভাবে প্রিন্টিং ব্যবসা পরিচালনা করতে পারেন সে ব্যাপারে এসোসিয়েশন এর সকল সদস্যকে সব ধরনের প্রস্তুতিমুলক ব্যবস্থা রাখার পাশাপাশী ঐক্যবদ্ধ থেকে একে অন্যেকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।

এতে সকল প্রতিষ্ঠানের মালিকগণ অংশ গ্রহণ করেন। এছাড়াও আমিন আর্ট, সাইন প্রিন্ট, সাইন কর্ণার, এ্যাড ফার্ম, এ্যাড লিংক, এ্যাড ল্যান্ড, মাহদি সাইন, রিয়েল সাইন, থ্রি-লিড, থীম প্রোডাকশন, রিভার্স সাইন, ওয়ান সাইন এবং কে. বি এ্যাড এর পরিচালক, কর্ণধার, সত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।