আইডিইবির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ১ জুন শুক্রবার বিকেলে নগরীর ধোপাদিঘিরপারস্থ হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সিলেট শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। তিনি বলেন, বর্তমান সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কল্যাণে কাজ করছে। স্বনির্ভর দেশ গঠনে ইঞ্জিনিয়ারদের ভ‚মিকা অনস্বীকার্য। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, আইডিইবি সিলেট শাখার সাবেক সভাপতি মোঃ রুহুল ইসলাম চৌধুরী, কেন্দ্রিয় ছাত্র বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. মোঃ আব্দুল্লাহ। সিলেট শাখার যুগ্ম সম্পাদক খালেদুর রহমানের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী ময়নুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট শাখার সহ সভাপতি ইয়াছিন ইকরাম, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর।