দ্বৈত ভর্তিসংক্রান্ত অযৌক্তিক জরিমানা বাতিলের দাবিতে সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

জাতীয় বিশ্বববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার ১টা থেকে ২টা পর্যন্ত জিন্দাবাজার-আম্বরখানা রোড অবরোধ করা হয়।

তার পূর্বে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে দুপুর ১২ টায় থেকে ১টা পর্যন্ত শহীদ মিনারে তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাধিক সজল ছত্রী, এডভোকেট উজ্জ্বল রায়, শিক্ষক ফজলে রহমান চৌধুরী ফারহান, মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম, সরকারি কলেজের আশীষ সেন, ঢাকা দক্ষিণ কলেজের প্রিয়াংকা রায়, এমসি কলেজের সানজিদা আক্তার, মদন মোহন কলেজের সৈকত ভৌমিক, গোয়াইনঘাট কলেজের রিপন চন্দ,পলাশ কান্ত দাস, আল-আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ ভর্তি নির্দেশিকাতে উল্লেখ আছে একই শিক্ষাবর্ষে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার ভর্তি বাতিল হয়ে যাবে। কিন্তু আমরা তো একই শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি হই নি। আমরা ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলাম এবং পরবর্তীতে ২০১৭-১৮ শিক্ষবর্ষে পুনরায় আবেদন করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়েছি। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নির্দেশিকা অনুযায়ী আমাদের উপর দ্বৈত ভর্তির জন্য যে জরিমানা আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। তাছাড়া স্ব স্ব কলেজে ভর্তি বাতিলের ফি জমা দিয়ে, ভর্তি বাতিল ফরম পূরণ করে মূল কাজগপত্র উত্তোলন করেছি এবং পরবর্তী সেশনে ভর্তি হয়েছি। তাহলে কেন কলেজ কর্তৃপক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভর্তি বাতিল নিশ্চিত করেনি ? সেই দায় কি শিক্ষার্থীদের ? সুতরাং এই সিদ্ধান্ত কার্যকরী হলে অনেক শিক্ষার্থী জরিমানা টাকা না দিতে পেরে শিক্ষাজীবন থেকে ঝড়ে পড়বে, বাবা-মায়ের স্বপ্ন ও শিক্ষার্থীদের সাধনা অঙ্কুরে বিনষ্ট হবে। শিক্ষা ব্যবস্থায় একটি অযৌক্তিক সিদ্ধান্ত কার্যকরী দৃষ্টান্ত স্থাপন হবে।

তারা বলেন, এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে নামে বেনামে অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে।

সমাবেশ থেকে আগামী ৩ জুন’১৮ বিক্ষোভ মিছিল সমাবেশ ঘোষনা হয়।