বিশ^ তামাকমুক্ত দিবসে টিএমএসএস’র র‌্যালি

ডেস্ক রিপোর্ট :

‘বিশ^ তামাকমুক্ত দিবস’ উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচি টিএমএসএস তেতলী শাখার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সোশ্যাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনাস্থ টিএমএসএস কার্যালয়ের সামন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস কার্যালয়ের এক আলোচনা সভায় মিলিত হয়।

টিএমএসএস সিলেট জোন প্রধান মোঃ মোহসিন আলীর সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচি, টিএমএসএস, সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মনোয়ার হোসেনের পরিচালনায় ‘তামাক ও হৃদরোগ’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ফজল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস, সিলেট বিভাগীয় প্রধান মোঃ মোমিন মোর্শেদ, টিএমএসএস, ঢাকার প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মালেক আকন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবদুর রহিম, মোঃ আশিকুর রহমান, মোঃ আতিক হাসান, মোঃ ইমারত হোসেন, মোঃ মোনারুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ উজ্জল মিয়া, মোঃ মাসুদুজ্জামান, মোছাঃ রাহিমা বেগম প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য সেবিকা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।