গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিরাজুল জব্বার চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর হার্টেও ব্লক ধরা পড়ে। গত ২৩ মে ঢাকার ল্যবএইড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

সিরাজুল জব্বারের চিকিসার দায়িত্বে থাকা ডা. লুফুর রহমান বলেন, ওপেন হার্ট সার্জারির পর কিছুটা তিনি সুস্থ হলেও গত কয়েকদিন ধরে তার শরীরের অবস্থা অবনতির দিকে যায়। গত মঙ্গলবার বিকেলে সিরাজুল জব্বার চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর গোলাপগঞ্জ পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিজয়ী হন সিরাজুল জব্বার। ২০১৬ সালের ২৭ জানুয়ারি শপথ গ্রহণের পর মেয়রের দায়িত্ব নেন তিনি।