সদর উপজেলা স্পোর্টস একাডেমির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সদর উপজেলা স্পোর্টস একাডেমির উদ্যোগে রবিবার নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির সদস্য সচিব, সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অন্যতম সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র স্পোর্টস এডিটর মো. ওলিউর রহমান সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং একাডেমি গঠনের পর প্রথমবার ছাতকের গোবিন্দগঞ্জে কোন টুর্নামেন্টে ফুটবল দল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ায় এ সংবর্ধনা ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়।

একাডেমি’র আহŸায়ক মো. ইকলাল আহমদের সভাপতিত্বে ও একাডেমির সদস্য, সংস্কৃতি কর্মী আবু বকর আল আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশফাক আহমদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একাডেমির উপদেষ্টা নিজাম উদ্দিন, ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একাডেমির উপদেষ্টা আলহাজ্ব শহীদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক একে এম তারেক কালাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, একাডেমির উপদেষ্টা আবুল কাশেম, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, বিশিষ্ট রাজনীতিবিদ ইলিয়াস আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এএইচএম মালিক ইমন, কোষাধ্যক্ষ ফজলুল করিম ফুল মিয়া, আব্দুল খালিক, একাডেমির প্রধান ফুটবল কোচ লিয়াকত আলী চেরাগ, সহকারী কোচ খালেদ আহমদ, জাতীয় দলের ফুটবলার তখলিছ আহমদ, জাতীয় দলের ফুটবলার মনসুর আমিন, ঢাকা ভিক্টোরিয়া দলের অধিনায়ক হামিদ।
পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্বারী আব্দুল মালিক মামুন। দোয়া পরিচালনা করেন- রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- একাডেমির অন্যতম সদস্য ওয়াহিদ উদ্দিন মাসুম ও একাডেমির ফুটবলার রাসেল আহমদ।
একাডেমির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আহŸায়ক কমিটির সদস্য নুরুল আমিন, সুহিন আহমদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, সেলিম আহমদ, জামিল আহমদ, জুনেদ আহমদ, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান রুমন, মাসুম আহমদ, সাংবাদিক ইদ্রিছ আলী, জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া, ফয়েজ আহমদ, কামরান আহমদ, পারভেজ আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল বাছিত, গৌছ উদ্দিন, আজাদ আহমদ, আব্দুর রব, আশরাফুল ইসলাম, জাম্মান আহমদ প্রমুখ।