সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেনে, রমজান তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবন পারিচালিত করতে হবে।

তিনি ২৭ মে রোববার বিকেলে সিলেট নগরীর চৌকিদেখীতে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট- ১৬৬৯ এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের জেলা সভাপতি ইয়াসিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট শহর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আনাই, জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন আবুল, বাহার উদ্দিন, সৈয়দ আব্দুস সালাম, মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।