পূবালী ব্যাংকের নবীগঞ্জ শাখা স্থানান্তর

ডেস্ক রিপোর্ট :

২৭ মে পূবালী ব্যাংক লিঃ এর নবীগঞ্জ শাখা, হবিগঞ্জ কর্তৃক গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য শাখাটি নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিঃ, প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মাহবুব আহমেদ, সিলেট পঞ্চিম অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী এবং প্রিন্সিপাল অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিঃ এর আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী ইসফাকুর রহমান কোরেশী, দরগা গেইট শাখা, সিলেট এর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী, হবিগঞ্জ শাখা, হবিগঞ্জ এর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর আইন কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু তাহের, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মুজিবুর রহমান, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু জাফর মোঃ রকিবুল­াহ এবং নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়।