এতিম শিশুদের সাথে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ইফতার

ডেস্ক রিপোর্ট :

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ মে রোববার নগরীর রায়নগর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আসমা কামরানের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন হারুন আল রশীদ দিপু”র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫বি-১ এর পিডিজি লায়ন ডা. আজিজুর রহমান।

বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান লায়ন ডা. এ.হাসান, ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. এম. এস. জামান চৌধুরী বাহার, লায়ন সামসুল আলম খান সাজু, ট্রেজারার লায়ন গৌতম বণিক, জয়েন্ট সেক্রেটারী লায়ন গৌতম লাল, জয়েন্ট ট্রেজারার লায়ন আমিন উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন চন্দন সাহা, লায়ন নাজনীন হোসেন, লায়ন পিন্টু চক্রবর্তী, লায়ন সাজুয়ান আহমদ, লায়ন ডা.শাহজাহান, লায়ন মেহদী কাবুল, লায়ন হেলেন আহমদ, লায়ন বিলকিছ নুর, লায়ন আছিয়া শিকদার, লায়ন মাসুম আহমদ, লায়ন আতিক, হবিগঞ্জ লায়ন্স ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট লায়ন লিটন আহমদ, লায়ন এড. গংগেশ দাশ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন আসাদুল হক আসাদ, লায়ন আব্দুল­াহ আল মামুন, লায়ন হুমায়ুন আহমদ, লায়ন আবেদা হাসান, লায়ন শাহেদা পারভিন, লায়ন সেলিনা বাসিত, লায়ন বাবলি চৌধুরী লিটন আহমদ প্রমুখ।