শাবির সমাজবিজ্ঞান বিভাগের ওয়েবসাইট উদ্বোধন

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব সাস্ট কতৃর্ক আয়োজিত সমাজবিজ্ঞান বিভাগের ওয়েবসাইট উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর ৩০০৬ নং কক্ষে অ্যালামনাইয়ের সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাজবিজ্ঞান বিভাগের ওয়েবসাইট উদ্বোধন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, অধ্যাপক ড. মো. বেলায়েত হোসেন, সহযোগী অধ্যাপক মো. আল আমীন রাব্বি, প্রভাষক আশিষ কুমার বণিক, রায়হান আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মনোজ কান্তি দাস, সাফায়েত হোসেন, অ্যালামনাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর মিয়াসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।