নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনা জেলা সমিতি সিলেটের উদ্যোগে ২৫মে শুক্রবার নগরীর তালতলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা সমিতি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল­াহ আল মামুনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়াামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. পিযুষ কান্তি সরকার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম বাকির হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক আতাউর রহমান ইকবাল এবং মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক হাফেজ রইছ উদ্দিন।