নজরুল জন্মজয়ন্তী পালন করল মুক্তাক্ষর

ডেস্ক রিপোর্ট :

‘ক্ষুদ্র করোনা হে প্রভু আমার হৃদয়ের পরিসর’ এই স্লোগানকে সাথে নিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও কবির কবিতা আবৃত্তি অনুষ্ঠানের।

গত ২৬ মে শনিবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা কক্ষে বিকেল ৫টায় দিপীকা দেবের উপস্থাপনায় ও মো. নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম.সি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আলী ইদ্রিস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. নুরুল আম্বিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষরের পরিচালক আবৃত্তি প্রশিক্ষক বিমল কর। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুবিন হোসেন চৌধুরী, পরিচালক বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সকি সিরজাুল হক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্ম জয়ন্তিতে সাম্যবাদের কবির নিচু চোর, কুলি মজুর, মানুষ, মটকু মাইতি, অভিযান, খোকার গল্প বলা, সর্বহারা, আশির্বাদ, কমল কাটা, ঈশ্বর, সাম্যবাদী, ব্যাথার দান, পথহারা, প্রভাতী, চলচল, খোকার সাধ, নতুন খাবার, সংকল্প কবিতায় আবৃত্তি করেন সুস্মিতা, পিউ, প্রান্ত, মীম, পূজা, শুচি, আদিত্য, স্নেহা, বৃষ্টি, পরশ, রাফি, আব্দুল­া, তাবাসুম, রিতম, সুপার্থ, যুবরাজ, ত্রয়ি, বর্ণিল।