এমপি কয়েসের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট :

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যে কোন দুর্যোগময় মুহূর্তে জনগণের দুঃখ দুর্দশা লাগবে নিরসলভাবে কাজ করছে। নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগ কাটিয়ে ওঠতে নিজের মনোবলকে শক্তিশালী করতে হবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৬ মে শনিবার সকালে বালাগঞ্জ উজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে কুশিয়ারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ লোকদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাসের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক, বালাগঞ্জ থানার ওসি এস.এম জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মেম্বার খলিলুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন প্রমুখ।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।