মুফাস্সির পরিষদের সিলেট বিভাগীয় সম্মেলন

ডেস্ক রিপোর্টে :

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী বলেছেন- গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপর জুলুম নিপীড়ন চলছে। কুরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের এই দুরাবস্থা।

তিনি শনিবার বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ সিলেট বিভাগ আয়োজিত বিভাগীয় সম্মেলণ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কর্মশালায় সিলেট বিভাগের চারটি জেলার নেতৃবৃন্দ অংশ নেন।

শুরুতেই দারসুল কুরআন পেশ করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি বিশিষ্টি ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা সৈয়দ ইকরামুল হক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস মাওলানা ইসহাক আল মাদানী।

আলোচনায় অংশগ্রহণ করেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মতিউর রহমান, মুফতি আলী হায়দার, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মুজিবুর রহমান হবিগঞ্জ, মাওলানা আব্দুল হক, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ড. সোলায়মান, মাওলানা আশরাফ আলী, মাওলানা সাদিক সিকানদার, মাওলানা এহসান উদ্দীন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা খালেদ আহমদ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী, মাওলানা আবু তাইয়্যিব সৎপুরী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা কমর উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ, শায়খ মাওলানা সাঈদ নূরুজ্জামান আল মাদানী, মাওলানা অলিউর রহমান সিরাজী, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা নূরুল আলম সিদ্দিকী, মাওলানা নূরুজ্জামান খান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা শেখ আব্বাস আলী, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা শাহ জামাল, মাওলানা জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক জুবায়ের, মাওলানা আব্দুল হাই, মাওলানা ইমরুল হাসান জাফরী প্রমুখ।