সরকারী শিশু পরিবারের সাথে সিলেট স্টেশন ক্লাবের ইফতার

ডেস্ক রিপোর্ট :

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সদস্যবৃন্দ সরকারী শিশু পরিবার (বালক) এবং ছোট মণি নিবাসের নিবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার নগরীর বাগবাড়ি সমাজসেবা কার্যলয়ে শিশু পরিবারে সাথে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড সদস্যবৃন্দের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে, ক্লাবের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ক্লাব ভাইস প্রেসিডেন্স মো. জামাল ইয়াকুব, সদস্য ব্যবস্থাপনা বিভাগ মোসাদ্দেক কোরেশী শামীম, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সহকারী পরিচালক, ময়নুল হক, সরকারী শিশু পরিবার(বালক) উপ-তত্তা¡বদায়ক জাহানারা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সাইদ, সহকারী উপ-তত্ত¡াবদায়ক আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম সহ সিলেট স্টেশন ক্লাব ও সিলেট সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।