বরকতিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমাজ বিনির্মান করতে হবে। পবিত্র এ মাসে নিজেদেরকে সংযম ও তাকওয়ার সাথে সম্পৃক্ত করতে হবে। সৎ ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। হারামভাবে ব্যবসা না করে হালাল উপায়ে ব্যবসা করতে হবে। এতে করে ইহকালীন ও পরকালীন জীবনে সুফলতা বয়ে আনবে।

আম্বরখানা বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবী যুক্তরাষ্ট্র প্রবাসী চেতনা যুব পরিষদের সভাপতি ও বরকতিয়া সুপার মার্কেটের পরিচালক জুলকার নায়েন একথা বলেন।

বৃহস্পতিবার বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ উদ্দীনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বরকতিয়া সুপার মার্কেটের সহ সভাপতি শরিফ উদ্দিন সেলিম, সহ সভাপতি তাইবুর রহমান, সহ সভাপতি সফির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রোটারিয়ান আব্দুুল মোহিত দিদার, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, একে নিউজ মিডিয়ার সম্পাদক আনোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, মো: সালাহ উদ্দিন, লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম দেলওয়ার, সফিকুর রহমান, এনামুল ইসলাম লায়েছ, আব্দুল মুমিন, আলমগীর হোসেন, রিপন আহমদ, আব্দুল গনি, আব্দুল মানিক, সামসুল নুর তালুকদার, সেবুল আহমদ, দুুলাল আহমদ, জহির হোসেন, আলী আক্তার, জাহেদ আহমদ, মিজান আহমদ প্রমুখ।