ব্যারিস্টার সালামের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

কারান্তীর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শনিবার (২৬ মে) কোরআনে খতমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম।

ইফতারের ঠিক পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাবেক সধারণ সম্পাদক, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, ইস্পাত কঠিন মনোবল নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতে হবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবন্ধ ভাবে স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে আমাদের সংক্রিয় ভ‚মিকা রাখার আহবান জানাচ্ছি।

ইফতার মাহফিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজাক, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সালিশ ব্যাক্তিত্ব আলহাজ্ব গোলাম হোসেন প্রমুখ।