গাছ থেকে কাক উদ্ধার

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের পাশে দুইটি গাছের মাঝে পড়ে থাকা ঘুড়ির সুতোয় আটকা পড়ে একটি কাক। এতে কয়েক হাজার কাক এসে ডাকাডাকি করতে শুরু করে। পুরো আদালতপাড়া কাকের কান্নার শব্দে সকলের দৃষ্টি পড়ে কাকটির দিকে। সেই আটকাপড়া কাকটিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রায় ৩০ মিনিট চেষ্টা করে কাকটিকে জীবিত আঁকাশে উড়িয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।

জেলা আইনজীবী সমিতির ভবনের পাশে দুটি গাছে উড়ে আসা ঘুড়ির সুতো পরে থাকে। ওই সুতো আটকা পড়ে যায় কাকটি। সূতো ঝুলে থাকা কাকের ডাকাডাকিতে শত শত কাক এসে গাছগুলোতে অবস্থান নেয়। শুরু হয় কা কা শব্দে ডাকাডাকি। কাকগুলোর ডাকাডাকিতে আদালতের চারপাশে ছড়িয়ে পড়ে শব্দ। পরে উৎসুক লোকজন এসে জড়ো হয়।

স্থানীয় একজন সংবাদকর্মী মাসুদ রানা রনি ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে বার ভবনের বারান্দা থেকে ৩০ মিনিটের চেষ্টার পর কাকটিকে উদ্ধার করেন।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান ফখরুদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাকটিকে উদ্ধার করে মুক্ত করে দিয়েছি। প্রথমে কেউ দুষ্টুমি করছে ভাবলেও পরে গিয়ে কাকটিকে উদ্ধার করা হয়েছে।