কোম্পানীগঞ্জের পর গোয়াইনঘাটের ওসিও প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খানের পর গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে। তাকে বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খানকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়।