সিলেট সদর শ্রমিক মজলিসের ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

শ্রমিক মজলিস সিলেট সদর উপজেলার উদ্যোগে বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ডা: এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ আরমানের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সাধারন সম্পাদক মাওলানা নেহাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সিলেট জেলার সংগ্রামী সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম, সহ-সাধারন সম্পাদক শাহেদ আহমদ, কে এম রফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সম্পাদক এম এ রহিম, চেতনা শিল্পিগোষ্ঠি সিলেটের সহকারী পরিচালক হাফিজ রেজাউল করীম, শ্রমিক মজলিস টুকেরবাজার ইউনিয়ন শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বাচ্ছু, কান্দিগাঁও ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইমরান আহমদ, সিলেট জেলা অটো-রিক্সা শ্রমিক কল্যানের সভাপতি মুহাম্মদ ফরমান আলী, রহিম উল­াহ, আনোওয়ার হোসেন, গৌছ উদ্দীন প্রমুখ।