দিঘলীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নির্মাণ শুরু

ডেস্ক রিপোর্ট :

সিলেটের বিশ্বনাথের দিঘলী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। ঢালাই কাজের উদ্বোধন করেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিকুর রহমান পাঠান, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল হক, হাসপাতাল উন্নয়ন কমিটির সভাপতি খলিরুল রহমান, সাধারণ সম্পাদক পুলক চন্দ্র ভট্টাচার্য, শিক্ষক সুধাংশু শেখর দত্ত, শ্বরদিন্দু চক্রবর্তী, স্থানীয় মেম্বার কাঞ্চন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা রণজিৎ চন্দ্র ধর ও ঠিকাদার অরবিন্দু পাল।

উল্লেখ্য, দিঘলী গ্রামের কৃতি সন্তান যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর প্রচেষ্ঠায় ১কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের প্রকল্পটি সরকার অনুমোদন দেন।