ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোপ্রামের প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় বাজেটকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন এবং ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে প্রাক-বাজেট সংলাপের আয়োজন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্ব সংলাপে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মোঃ মইন উদ্দিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সিলেট জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার।

সংলাপের উদ্দেশ্য এবং বস্তিবাসীর সমস্যা ও কর্ম পরিকল্পনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ১০নং ওয়ার্ড সচিব রাকিব আহমদ ও সিডিও সভাপতি শিল্পী আক্তার।

প্রাক-বাজেট সংলাপে বক্তব্য রাখেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, শাহানারা বেগম, সালেহা বেগম শেপী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুর রহমান, ডাঃ ধ্রুব পুরকায়স্থ, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, মোঃ এনামুল হক, সাংবাদিক মোঃ আলমগীর আলম, সিডিও প্রতিনিধি তাসলিমা বেগম, আবুল কালাম। উপস্থিত সবাইকে ধন্যবাদ দেন ব্র্যাক- আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর কবির হোসেন। আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশসহ ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত মহিলা কাউন্সিলর,সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সিডিও প্রতিনিধি, দরিদ্র ও হত-দরিদ্র জনগোষ্ঠী, ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ।