কোম্পনীগঞ্জে মৎস্যজীবি গৌরাঙ্গ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :

কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের দিগলবাকের পার গ্রামের উত্তর দিগলবাক রূপালী মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য হত দরিদ্র গৌরাঙ্গ বিশ্বাস এর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে ২৩ মে বুধবার ২টায় উপজেলা পরিষদ মাঠে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে নিকেশ চন্দ্র বিশ্বাস ও রানু বিশ্বাসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্রচার্য্য, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শামীম আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য শৈলেন চন্দ্র দেবনাথ, শিক্ষক সাচ্ছা মিয়া, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক সুবিনয় মল্লিক , বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারন সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা হিমেল কুমার দাস, যুগ্ম সাধারন সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বিজয় সিংহ রিংকু, বিরেশ দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ কৃপা, বংক বিহারী দেবনাথ, নিপেন্দ্র বিশ্বাস, ফনিন্দ্র সরকার, জিতেন্দ্র বিশ্বাস, নারদ বিশ্বাস, অভিনাশ বিশ্বাস, রমা কান্ত সাবেক মেম্বার, মোঃ চান মিয়া, গৌর মনি বিশ্বাস, ফুলেন বিশ্বাস, কুমেশ বিশ্বাস, নিহতের স্ত্রী শ্রীমতি বীরজা বালা বিশ্বাস ও তার দুই ছেলে।