রজব আলী খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব মরহুম মোঃ রজব আলী খান নজিবের রূহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে এক খতমে কুরআন, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সেইভ দ্যা ভার্ড’র চেয়ারম্যান মাহবুব এলাহি, জিডিএফ’র নির্বাহী পরিচালক জি.ডি রুমু, রাজাম্যানশন ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, এপেক্স ক্লাব অব সাউথ সুরমার সাবেক সভাপতি রকিব আলী, ডিজএ্যাবল্ড কমিউনিটি ট্রাস্টি সদস্য রাসেদ খান, জিডিএফ’র ম্যানেজার স্বপন মাহমুদ, কো-অর্ডিনেটর ও প্রতিবন্ধি নাগরিক পরিষদের সভাপতি বায়েজিদ খান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, জিডিএফ’র সদস্য প্রমেশ দত্ত। এছাড়াও বিশিষ্টজন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
মিলাদ পরিচালনা করেন কারী আবু ইউসুফ। মিলাদ শেষে মরহুম মোঃ রজব আলী খান নজিবের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।