মোক্তাদির কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট :

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এম. এ. মোক্তাদির কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওদুদ এর পক্ষ থেকে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা মোমিনখলাস্থ নিজ গ্রামের প্রায় ২’শতাধিক দুস্থ্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আবু হাসান সাহেদের সভাপতিত্বে ও আলমগীর আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মিনছার আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আফজল উদ্দিন, বেলাল আহমদ, গফফার আহমদ, শাহজাহান আহমদ, নোমান মাহমুদ, রিয়াদ আহমদ, নিয়াদ আহমদ, খালেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোমিনখলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।