যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার সামন থেকে ক্বীনব্রিজ পয়েন্ট হয়ে বাবনা পয়েন্ট পর্যন্ত যানজট নিরসনের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান এর হাতে স্মারকলিপি প্রদান করেন ২৬নং ওয়ার্ডের ভার্থখলা, ঝলপাড়া, কদমতলী এলাকাবাসী, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ভার্থখলা পঞ্চায়েত কমিটি সভাপতি আলহাজ্ব মিসবাহ উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর আহাদ, সাধারণ সম্পাদক হাজী মাহমদ আলী সাধু, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, খন্দকার মহসিন কামরান, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, সদস্য বাদল আহমদ, ঝালপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদ, শাহীন আহমদ, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল, পরিচালনা কমিটির নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী, সহ সভাপতি শাহজাহান মিয়া, বাচ্চু মিয়া, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন, সহ সাংগঠনিক আফরোজ আহমদ, রুহেল আহমদ, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ ময়না, সহ প্রচার সম্পাদক জামিল আহমদ, পাঠাগার সম্পাদক জুবের আহমদ, সহ দপ্তর সম্পাদক ইমন আহমদ, সহ আপ্যায়ন শাকিল, সদস্য আনোয়ার, হেলাল, ঝালপাড়া সূর্যমুখী সংঘের ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান রাজু প্রমুখ।