জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদের সভা

ডেস্ক রিপোর্ট :

বৃহত্তর জৈন্তিয়ার মৌলিক দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদ এর জরুরি সভা মঙ্গলবার সিলেট নগরীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদ এর প্রধান সমন্বয়কারী লাল মোহন দেব। সভা পরিচালনা করেন সমন্বয় কমিটির সদস্য এডভোকেট আল আসলাম মুমিন।

সভায় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট ছয়ফুল আলম, এডভোকেট আব্দুর রহিম, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জালাল উদ্দিন, বাবুল হোসেন, আহমেদ মোস্তাকিন, শাহজাহান সিদ্দিকী, এম.এ জব্বার, সাংবাদিক মঞ্জুর আহমদ, কবির আহমদ, রফিকুল হক, খলিলুর রহমান জীবন, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এম.এ রহিম, হুমায়ুন কবির, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, মোহাম্মদ আলমগীর, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট ওয়ারিস উদ্দিন চৌধুরী সেলিম, আহবাবুর রশিদ চৌধুরী লিমন, খোকন রঞ্জন দে, ইসমাইল আলী, ইমরান আহমদ, আহমদ আল মাসউস, মোহাম্মদ আফতার মিয়া, ডাঃ এস দাস জীবন, প্রনত কান্ত দেব, মোস্তাফিজুর রহমান সুমন, জয়নুল হক, অমর চক্রবর্তী, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, জসিম উদ্দিন, শওকত আলী, শাহিন আলম, মনিরুজ্জামান প্রমুখ।

সভায় ৪টি উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও গঠনতন্ত্র ও লগু কমিটি গঠন করা হয়।

এলাকার মৌলিক দাবি গ্যাস বিদ্যুৎ বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার জোর দাবী জানানো হয়। শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে জৈন্তায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানানো হয়। বৃহত্তর জৈন্তাকে পর্যটন নগরী ঘোষণার দাবি জানানো হয়।

সভার শুরুতে বৃহত্তর জৈন্তিয়ার কৃতি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এম. তৈয়বুর রহমান, শহিদ আহমদ, আব্দুল মতিন, আসলাম উদ্দিন, দুলাল আহমদ এর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।