ইলিয়াস আলীর বাসায় পুলিশ তল্লাসী: সিলেট জেলা বিএনপির নিন্দা

ডেস্ক রিপোর্ট :

নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর বনানীর বাসায় ভোর রাতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাসীর চেষ্টা এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রূশদী লুনাকে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমাদের প্রাণের নেতা এম. ইলিয়াস আলীকে বর্তমান বাকশালী সরকার তাদের গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে। তারপরও তারা তাদের হীন ও অসৎ উদ্দেশ্যে রাতের আধারে ইলিয়াস আলীর পরিবারকে হয়রানী করার জন্যই বাসাটি ঘেরা করে। কিন্তু মিডিয়াকর্মীরা পৌঁছে যাওয়ার কারণে তারা ব্যর্থ হয়ে চলে যায়। সিলেট জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের গুম নামক কারাগারে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জানান।

অপর এক যুক্ত বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জয়গীদার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জননেতা এম ইিিলয়াস আলীর বাসায় ভোর রাতে পুলিশী তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী পুলিশ কর্তৃক ভবিষতে এধরনের হয়ারাণী চেষ্টার করা হলে বালাগঞ্জ উপজেলা বিএনপির দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।