জৈন্তাপুরে মাদক স¤্রাট জাহাঙ্গীকে গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি :

জৈন্তাপুরের মাদক সম্রাট হিসাবে খ্যাত জাহাঙ্গীর আলম (৩৮) পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়- উপজেলার নিজপাট ইউনিয়নের জালালবস্তিতে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলাবাহিনীর চোঁখ ফাকি দিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ বিক্রীসহ নানা অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে। পুলিশ বিষয়টি নজরে রাখলেও জালালবস্তির মৃত আব্দুল বাসিত এর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৮) বিভিন্ন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সোমবার দিবাগতরাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সেকেন্ড ইন কমান্ড ইন্দ্রনীল ভট্টাচার্য রাজনের নেতৃত্বে এসআই হুমায়ুন কবীর, এএসআই তাজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চর্তুমূখী অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১০।

এ বিষয়ে ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন বলেন- জৈন্তাপুরে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। ফলে উপজেলার যেকোন স্থানে সংবাদ পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জালালবস্তীতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট নামে খ্যাত জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হই। নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।