কান্দিগাঁও সংঘর্ষে মহিলাসহ আহত ৪

ডেস্ক রিপোর্ট :

পূর্ব শত্রুতার জের ধরে ভাইয়ের বসত ঘরে বাতিজা, ভাই ও তার ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরুদ্ধের জের ধরে হেলাল উদ্দিন, আজিজ উদ্দিন, জলাল উদ্দিন, রহিম আলী, তেরাব আলীসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে নুর মিয়া ও তার স্ত্রী, মেয়ে এবং ছেলের উপর হামলা চালায় তারা। এতে অন্তত ৪ জন আহত হয়েছে।

সোমবার (২১শে মে) বিকাল ৫টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- নুর মিয়া (৫০), তার স্ত্রী ফুলজান বিবি (৪০), ছেলে আব্দুস সহীদ (২৩) ও মেয়ে শেলি আক্তার (২০) । বর্তমানে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলাকার সূত্র জানা যায়, হেলাল উদ্দিন, আজিজ উদ্দিন, রহিম আলী সহ ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে নুর মিয়া বাড়িতে হামলা চালিয়ে ঘরের বিভিন্ন মালামাল সহ তছনছ করে দিয়েছে। এই সময় মেয়ে শেলি কাছে থাকা ১ ভরি ওজনের স্বর্ণালংকার, নুর মিয়ার জমি বিক্রীর নগদ ৩লক্ষ টাকা ও ভোটার আই ডি কার্ড এবং জমির জরুলি কাগজপত্র নিয়ে লুট করে নিয়ে যায়।

এব্যাপারে নুর মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার চাচাতো ভাই ছেলে হেলাল উদ্দিন, আজিজ উদ্দিন,সিরাজুল ইসলাম, হবিব, জলাল, তেরা মিয়া, কয়ছর ও আমির আলীসহ ১৫/ ২০জন ভাড়াটিয়া লোক এনে আমার বাড়িতে হামলা চালায়। আমার স্ত্রী ও মেয়ে কাপর ধরে টানা হেছরা চালায় এসময় আমি বাধা দিতে চাইলে আমরা উপর হেলাল উদ্দিন দা দিয়ে আঘাত করে। মেয়ে শেলি গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও আমার জমি বিক্রয় করা ৩লক্ষ টাকা ও ভোটার আইডি কার্ড এবং জমির জরুলি কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

এই ব্যাপারে জালালাবাদ থানায় যোগাযোগ করা হলে ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনঅানুগত ব্যবস্থা নেওয়া হবে।