বন্দরবাজারে ফুলকলিকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিজাত খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ফুলকলিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে সিলেট জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বাসি মিষ্টি, দই, মেয়াদোত্তীর্ণ চকলেট, কোমল পানীয়সহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও কোমল পানীয় জব্দ করে ধ্বংস করা হয়েছে ফুলকলির।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।