শহিদ মাসুক ও বাবুল স্মৃতি পরিষদের আয়োজনে প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট :

শহিদ মাসুক মিয়া সমাজ সেবক ও একজন ন্যায় বিচারক ছিলেন। ৬ মার্চ প্রকাশ্য দিবালোকে খুন হন শহিদ মাসুক মিয়া ও বাবুল মিয়া। প্রকৃত খুনিরা আজও প্রশাসনের চোখের সামনে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে ঘোরা ফেরা করায় মাসুক ও বাবুলের পরিবারে উদ্বেগ আর উৎকন্ঠা আরও বেগবান হচ্ছে। প্রকাশ্য দিবালোকে দুজন মানুষকে হত্যার পরও আইনের চোঁখ ফাকি দিয়ে মামলার প্রধান আসামিরা কি করে ঘুরে বেড়ায়।

রোববার বিকেলে সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ মিলনাতয়নে, শহিদ মাসুক ও বাবুল স্মৃতি পরিষদের আয়োজনে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব উপরোক্ত কথা গুলো বলেন।

শহিদ মাসুক ও বাবুল স্মৃতি পরিষদের আহবায়ক হোসেন আহমদ রুহুলের সভাপতিত্বে, মিনহাজ ও আবুল কালামের যৌথ পরিচালনায় সভায়, কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচলনা করেন মাওলানা মোহাম্মদ আলী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আব্দুল গগফার দিলিপ, প্রবাসী কমিউনিটি নেতা লোকমান আহমদ, সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল, কুতুব উদ্দিন, আব্দুল কাদির লজু, প্রবাসী আব্দুল আজিজ কয়েস, আ. মুমিন ফয়েজ, মাসুদ আহমদ কবির, হাজী মো. আলী সোহেল, নিজাম আহমদ, জাহেদ আহমদ, ইকরামুল ইসলাম জাসিম, কাওসার হোসেন রকি, মন্জু, বাবুল মিয়া, জাহিদ এনাম সাব্বির, কামরান আহমদ, অভি বক্স, মুহিত, এহসান আল রুমেল, মারজান আহমদ, রানুদা, কামরুল ইসলাম, সামাদ আহমদ, তাণভির, মুছা, জিসান প্রমুখ।